বাগেরহাটের ফকিরহাটে শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজার সংলগ্ন সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তিকে (পুরুষ-৬০) অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আজ বুধবার দুপুরে উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় নিজের পরিচয় বলতে পারেননি। স্বজনদের কাছে ফিরতে চান কিনা প্রশ্ন করলে তিনি ইশারা দিয়ে সম্মতি জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও সমাজ সেবা অফিসের প্রতিনিধি হাসপাতালে এসে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। কিন্তু তিনি নাম ঠিকানা বলতে পারেননি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিদুল ইসলামের তত্ত্বাবধানে অজ্ঞাত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজ্ঞাত ব্যক্তির স্বজনদের খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।