হোম > সারা দেশ > খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির সময় আটক ২ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি করে পালানোর সময় দুই তরুণকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা বিদ্যুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে দুটি মোটরসাইকেলসহ তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি তামার তার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) এবং একই উপজেলার চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)। এ ঘটনায় রামপাল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তামার তার পাচার করা হবে এমন খবরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সেখানকার সাইলো এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনের একটি দলকে দেখে ধাওয়া করেন তাঁরা। তাঁদের মধ্যে তার কাটার কাজে যুক্ত গ্রুপের সদস্যরা পালিয়ে যান। তবে দুটি মোটরসাইকেল, ১৫ কেজি তামার তারসহ দুজনকে আটক করা হয়। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। 

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’