হোম > সারা দেশ > খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরির সময় আটক ২ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি করে পালানোর সময় দুই তরুণকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের সদস্যরা বিদ্যুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে দুটি মোটরসাইকেলসহ তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি তামার তার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) এবং একই উপজেলার চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)। এ ঘটনায় রামপাল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে তামার তার পাচার করা হবে এমন খবরে আজ বিকেল সাড়ে ৫টার দিকে সেখানকার সাইলো এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনের একটি দলকে দেখে ধাওয়া করেন তাঁরা। তাঁদের মধ্যে তার কাটার কাজে যুক্ত গ্রুপের সদস্যরা পালিয়ে যান। তবে দুটি মোটরসাইকেল, ১৫ কেজি তামার তারসহ দুজনকে আটক করা হয়। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। 

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’