হোম > সারা দেশ > খুলনা

মাদ্রাসায় জমিদাতার স্ত্রীকে চাকরি না দেওয়ায় শ্রেণিকক্ষে তালা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় এক মহিলা মাদ্রাসার জমিদাতার স্ত্রীকে কর্তৃপক্ষ চাকরি না দেওয়ায় মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন জমিদাতা মুক্তি আবদুল আজিজ ও তাঁর লোকজন। আজ শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকটমারী গ্রামের ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

গ্রামবাসী তাৎক্ষণিক তালা ভেঙে ছাত্রীদের ক্লাস করার ব্যবস্থা করে। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারী দারুল উলুম মহিলা মাদ্রাসার সুপার আবদুর রব। 

আবদুর রব জানান, ২০১০ সালে মুক্তি আবদুল আজিজের পিতা শওকত গাজী ও মামুদা আলতাফ দুই বিঘা জমি মাদ্রাসার অনুকূলে দান করেন। সেই জমিতে সৌদি আরবের একটি সংস্থা থেকে ১৬ লাখ টাকায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান। করোনাকালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আবারও মাদ্রাসার কর্যক্রম শুরু করা হয়। 

কিন্তু দাতা সদস্যের ছেলে মুক্তি আবদুল আজিজ তাঁর স্ত্রীকে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য নিয়োগ দিতে বলেন। কর্তৃপক্ষ নিয়োগ না দেওয়ায় শনিবার সকালে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এ সময় এলাকাবাসী একযোগে তালা ভেঙে ছাত্রী ও শিক্ষকদের ক্লাস করার সুযোগ করে দেন। 

এ বিষয়ে দাতা সদস্যর ছেলে আবদুল আজিজ বলেন, ‘আমার পিতা আমার নামে জমি দিয়ে বলেছিলেন এখানে একটি মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা ঠিকমতো চলে না বা ভালো শিক্ষক না থাকায় আমি আমার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা বলি। কিন্তু তারা চাকরি না দিয়ে টালবাহানা করে। যেহেতু আমি মাদ্রাসার নামে জমি লিখে দিইনি, সে কারণে আমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছি।’ 

সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান গাজী বলেন, ‘মাদ্রাসায় তালা ঝোলানো ঠিক হয়নি। আমি তাদের বলেছি, রোববার বসে বিষয়টি মীমাংসা করব। তার আগেই তারা তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রামবাসী সেই তালা ভেঙে দিয়েছে।’ 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। মুক্তি আবদুল আজিজকে ডাকা হয়েছে।’ 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন জানান, এ রকম কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার