হোম > সারা দেশ > খুলনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে শঙ্কায় নয়মি

মো. সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) 

সাতক্ষীরার তালার নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯তম স্থান অধিকার করেছেন। তবে স্কুলজীবন থেকেই আর্থিক অনটনের মধ্যে পড়ালেখা করা এই মেধাবী শিক্ষার্থীর ঢাবিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়ালেখার খরচ কীভাবে জোগাড় করবে এই শঙ্কায় দিন কাটছে নয়মি ও তাঁর পরিবারের। 

নয়মি সরকার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের দিনমজুর জেমস যদু সরকার ও অর্চনা সরকারের মেয়ে।

নয়মি সরকার বাবা জেমস যদু সরকার বলেন, ‘খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে আমার পৈতৃক বাড়ি। স্ত্রী অসুস্থ হওয়ায় যে দুই শতক জমির ওপরে বসবাস করতাম তা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছি। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে আমার সংসার। অন্যের জমিতে কাজ করে আমার সংসার চলে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাতে আমার খুব কষ্ট হয়, কীভাবে মেয়েকে এখন ভর্তি করব তা আমি নিজেও জানি না।’ 

নয়মি সরকার বলেন, ‘আমার বাবা আমাদের দুই ভাই-বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করান। আমি এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯তম স্থান অধিকার করেছি। টাকার অভাবে কোচিং করতে পারিনি, কোনো রকমে অনলাইনের মাধ্যমে কোচিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও শুধু টাকার অভাবে ভর্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমার। আমি বিত্তবানদের কাছে ভর্তি ও লেখাপড়ার খরচের জন্য সহযোগিতা কামনা করছি।’

খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘র্থের অভাবে মেয়েটির বাবা এলাকা ছেড়ে কানাইদিয়া এলাকায় বসবাস করেস। তাঁর পড়াশোনায় সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি।’ 

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, ‘আমার এলাকা থেকে নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আমি তাঁকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার