হোম > সারা দেশ > খুলনা

খুবিতে জীববিজ্ঞানের ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ১২ জন শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড। আজ সোমবার দুপুরে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সাবেক ডিনদের বিদায় অনুষ্ঠান জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এ সময় উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ করছি।’

জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. সানজিতা নাহার, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোছা. আনিকা খাতুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার।

আরও আছেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায়, ফার্মেসি ডিসিপ্লিনের মোছা. রেহেনা আক্তার ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার।

২০২০-২১ শিক্ষাবর্ষে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস, অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান, ফার্মেসি ডিসিপ্লিনের শাহানাজ পারভীন ও সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ।

জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার