হোম > সারা দেশ > খুলনা

বিয়ের পর জানা গেল কিশোরী অন্তঃসত্ত্বা, বাবার বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জন্মদাতা বাবার লালসার শিকার হয়ে এক কিশোরীর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে (৪৫) মারধর করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী কিশোরীর মামা বলেন, ‘২২ দিন আগে ভাগনিকে বিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েক দিন পরই তার শারীরিক গঠনে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা ভাগনিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানায় সে অন্তঃসত্ত্বা।’ 

কিশোরীর মা বলেন, ‘আমি বোনের বাড়িতে থাকার সুবাদে গত বছরের ডিসেম্বরে মেয়েকে ধর্ষণ করে আমার স্বামী। এরপর একাধিকবার সে এই কাজ করেছে। ভয়ে মেয়ে কিছু বলেনি। এখন সে তিন মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় গ্রাম পুলিশ বলেন, ‘ওই কিশোরীর কাছে ঘটনা জানতে চাইলে সে জানিয়েছে, তার বাবা এই কাজ করেছে। পরে বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলমডাঙ্গা থানার ওসিকে জানাই। গতকাল বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘটনা জানার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার