হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. ইস্রাফিল। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. ইস্রাফিল (৩৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ইস্রাফিল জেলার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর নতুন গ্রামপাড়ার মৃত ওসমান গনির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দামুড়হুদা উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এ সময়ে একটি যানবাহন তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে দামুড়হুদা থানায় মামলা করে।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মারুফ সরোয়ার বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত আসামি ইস্রাফিলের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’