হোম > সারা দেশ > খুলনা

চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনায় আহত ৩ কিশোর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় চলন্ত মোটরসাইকেলে টিকটকে ভিডিও করার সময় আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিন কিশোর আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবসা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতেরা হলো—উপজেলার হরিঢালী ইউনিয়নের মুন্সি কামরুল ইসলাম পিপুর ছেলে রোহান হোসেন (১৭), উপজেলার হরিঢালী ইউনিয়নের মুন্সি কামরুল ইসলাম পিপুর ছেলে রোহান হোসেন (১৭) ও পৌরসভার সরল গ্রামের বিকাশ মন্ডলের ছেলে মহানন্দ মন্ডল (১৭)। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান আজকের পত্রিকাকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রোহান ও আকাশ দত্ত চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করছিল। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসছিল মহানন্দ মন্ডল। শিবসা ব্রিজ এলাকায় মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিন কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মহানন্দ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠান। 

ওসি ওবাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা