হোম > সারা দেশ > যশোর

‘ওই ব্যাটা মাল কে খায় না?’

সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রচার-পাল্টা প্রচার বেশ জমে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমও বেশ সরব হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে-বিপক্ষে সমর্থকেরা বেশ জমিয়ে তর্ক করছেন। একজনের অনাচারের তথ্য অন্যজন ফাঁস করে দিচ্ছেন। যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়নে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।

যশোরের ঝিকরগাছায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মো. ইমন নামের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়। স্ট্যাটাসটি ঘিরে নাভারণ ইউনিয়নে মাদক ও সন্ত্রাস নিয়ে মন্তব্য চালাচালি চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

স্ট্যাটাসে ইমন লেখেন, ‘আজকে শুনলাম নাভারণ ইউনিয়ন, একজন চেয়ারম্যান প্রার্থীর ছেলে কিনে নিয়েছে। কিছুদিনের মধ্যেই দলিলসহ দেখতে পারবেন ঝিকরগাছাবাসী।’ স্ট্যাটাসটির কমেন্ট বক্সের একাধিক স্থানে মাদক সেবনের ছবিও পোস্ট করেন ইমন। পোস্টে শতাধিক মন্তব্য দেখা গেছে। 

শাওন ভূঁইয়া নামের এক আইডি থেকে মন্তব্য করা হয়—নাভারণ ইউনিয়নে সন্ত্রাস ও চাঁদাবাজির কোন ঠাঁই নাই। এখন থেকে নাভারণ ইউনিয়নে চাঁদাবাজি করতে আসলে তার জবাব এমনই হবে। 

এই মন্তব্যের জবাবে পোস্টদাতা জানান—এ সম্পর্কিত বিভিন্ন প্রমাণ তিনি পরদিন (আজ বুধবার) দেবেন। একই সঙ্গে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করেন। 

প্রথম পোস্টের পর বুধবার সকাল ৯টার দিকে দুটি ছবিসহ আরও একটি পোস্ট দেন মো. ইমন। সেখানে তিনি লেখেন, ‘এরা নাভারণ ইউনিয়নকে মাদক বাণিজ্য করে কিনে নিয়েছে।’

এ পোস্ট নিয়েও স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে মদ ও গাঁজাসহ উপজেলার কলাগাছি গ্রামের মাহাবুর ও রবিউলকে দেখা গেছে। ইমনের পোস্টের নিচে আত্মপক্ষ সমর্থন করে মাহাবুর লেখেন, ‘ওই ব্যাটা মাল খায় না কে? তোরা তো মাল বিক্রয় করিস। মাদক ব্যবসায়ী। তা না হলে এটা কোথায় পেয়েছিলি?’

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১