যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকার চায়না জালসহ মৎস্য শিকারে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করার পর জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকারক এসব জাল পেতে বড় মাছের পাশাপাশি রেণু মাছ ধরছে জেলেরা। প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২টি চায়না জাল, তিনটি ভেসাল জাল ও দুইটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা আজকের পত্রিকাকে জানান, 'এখন দেশীয় প্রজাতির এসব মাছের প্রজননের মৌসুম। এ মৌসুমে মা মাছ ও মাছের ছোট পোনাগুলো ধরলে এসব প্রজাতির মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।'
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের সংবাদ টের পেয়ে অনেকে নদী থেকে জাল তুলে পালিয়েছেন। এসব অসাধু মাছ শিকারিদের কারণে দেশীয় প্রজাতির মাছ গুলো ঠিকমতো বংশ বিস্তার করতে পারছে না। এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে মৎস্য আইন ভঙ্গকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। ”