হোম > সারা দেশ > খুলনা

এসি ল্যান্ড আসার খবরে বরের পলায়ন, জরিমানা গুনলেন কনের বাবা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসি ল্যান্ড আসার সংবাদ পেয়ে আগেই পালিয়ে যান বর মারুফ হোসেন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামের ওলিয়ার রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সে গ্রামের হাজি শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বর একই উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেন।

খবর পেয়ে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সেখানে হাজির হন। এসি ল্যান্ডের অভিযানের খবর পেয়েই সটকে পড়েন বরযাত্রীরা। এ সময় কনের বাবা ওলিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস জানান, অভিযানের সংবাদ পেয়ে বর মারুফ হোসেন ও বরযাত্রীরা পালিয়ে যান। আদালতে বাল্যবিবাহ নিরোধ আইনের ২০১৭-এর ৮ ধারায় কনের বাবা ওলিয়ার রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক