সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ‘পাগলি’ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত রোববার বিকেলে তিনি এই সন্তানের জন্ম দেন। সন্তানের বাবা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ওই নারী।
আজ বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা–কাপড় পরে সুন্দর বিছানায় মায়ের পাশেই ফুটফুটে নবজাতক ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরপর সেবিকারা ফিডারে দুধ খাওয়াচ্ছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, তালার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহানুভূতি’র সভাপতি আব্দুল আলিম ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক গর্ভবতী ছিন্নমূল নারীকে হাসপাতালে ভর্তি করেন। ১২ নভেম্বর সকালে তাঁর প্রসব বেদনা শুর হয়। বিকেলে সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সুস্থ আছে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি আব্দুল আলিম বলেন, ‘সহানুভূতি অসহায়, অসুস্থ ও ভবঘুরে মানুষকে নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী এই নারীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নবজাতকের নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে এই সন্তানের বাবার পরিচয় জানা সম্ভব হয়নি।’
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতি ও স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যয়ভার বহন করছে।
এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। আমি নিজে গিয়ে তাঁকে দেখে এসেছি। তাঁর চিকিৎসাসহ সব ধরনের খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চা দত্তক নিতে চায়, তাহলে যাচাই–বাছাই করে দত্তক দেওয়া হবে।’