হোম > সারা দেশ > খুলনা

ইবিতে জিয়া পরিষদের নেতৃত্বে ফারুকুজ্জামান ও রফিকুল

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ড. মো. শফিকুল ইসলাম, ড. মোহা. আব্দুস সামাদ, ড. নূরুন নাহার, মো. আব্দুস শাহীদ মিয়া ও ড. এ এস এম আয়নুল হক আকন্দ।

এ ছাড়া যুগ্ম সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. হাফিজুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ড. মুহা. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক, ড. মো. জালাল উদ্দিন, সহদপ্তর সম্পাদক ড. মো. নাসির উদ্দিন খান ও কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ।

প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সহপ্রচার সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ড. মো. জাহিদুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. মিজানুর রহমান ও ড. মো. নজিবুল হক।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের ছাত্র আন্দোলনের চেতনা অনুযায়ী নতুন করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশ সৃষ্টিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশা আল্লাহ।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে