হোম > সারা দেশ > যশোর

সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ

যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার উপপরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী। 

খইতলা এলাকার সাইদুর রহমান বলেন, ‘আজ ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন আমেনা বেগম। তাঁর মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’ 

মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন, আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত বাসের পেছনের অংশের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার