হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে হিজড়ার লাশ উদ্ধার, শরীরে একাধিক কোপের চিহ্ন

যশোরের মনিরামপুরে পলি খাতুন (৩৩) নামের এক হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পলির শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নিহত পলি খানপুর ইউনিয়নের ঘুঘুদা গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। এ ঘটনায় তাঁর ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেছেন।

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে উপজেলার মাসনা মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। প্রাচীরঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। গতকাল শুক্রবার সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও পলির সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে পুলিশ গিয়ে ঘর থেকে পলির রক্তাক্ত লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, হিজড়া খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। খুনের রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে পলির দলনেতা নিপা হিজড়া বলেন, ‘পলি আমার সন্তানের মতো ছিল। সে আয় করে আমাকে খাওয়াত। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই। খুনির কঠিন শাস্তি চাই।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড