হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ব্যারিস্টার সুমনের গোলে মাতল হাজার হাজার দর্শক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। 

প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় ব্যারিস্টার সুমন মাঠে নামেননি। প্রথমার্ধে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের পক্ষে গোল করেন ১১ নম্বর জার্সি পরিহিত আক্কাস। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতাসূচক গোল করেন তিনি। ব্যারিস্টার সুমনের গোলে মেতে ওঠেন সমর্থকেরা। 

ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত।

ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবলের জন্য জামালপুর বিখ্যাত। এর আগে আমি অনেক স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে অনেক মানুষ সমাগম হতে দেখেছি। জামালপুরে খেলার শখটা দীর্ঘদিনের। আমার সেই শখটা পূরণ করতে সহযোগিতা করেছেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ভাই। আমি যেহেতু এখন সংসদ সদস্য সেই কারণে নিজের এলাকায় থাকতে হয়।

‘কাল রাতে আমি সেখান থেকে ঢাকা এসেছি। এসেই আবার সকাল বেলায় জামালপুরে চলে আসছি। আমি জামালপুরকে হারাতে আসি নাই অথবা আমি জিততে আসি নাই। আমি এসেছি হবিগঞ্জ এবং জামালপুর এই দুই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য। এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল যদি একটু এগিয়ে যায়, তাহলে এই আয়োজনটা সার্থক হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘ফুটবল আমাদের ঐতিহ্য ছিল। যেখানে ভারত অনেক এগিয়ে গেছে। ওরা এখন সারা বিশ্বে প্রতিযোগিতা করে। আর আমরা সাউথ এশিয়ায় টিকতে পারি না, ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু ফুটবল আমাদের প্রথম প্রেম ফুটবল। আমরা আবারও মাঠে ফিরতে চাই।’

জামালপুর পৌরসভার আয়োজনে প্রীতি ম্যাচটি শুরুর আগে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু