হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে শাশুড়িকে হত্যার অভিযোগে যুবক কারাগারে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগে মো. আসাদ মিয়া (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মো. আসাদ মিয়া উপজেলার ঝাউগাড়া ইউনিয়নের টুপকারচর এলাকার মো. রইজ উদ্দিন মণ্ডলের ছেলে। 

গত বুধবার বিকেলে মো. আসাদ মিয়াকে র‍্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে। র‍্যাব-১৪-এর জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শেষে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়। 

এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টগারচর এলাকার গোয়ালঘর থেকে সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকেলে নিহত নারীর স্বামী আজিজুল হক থানায় মামলা করেন। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আসাদ মিয়া হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে আসাদ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের স্বামী থানায় হত্যা মামলা করেছেন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু