হোম > সারা দেশ > ময়মনসিংহ

আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল: মতিয়া চৌধুরী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল। আওয়ামী লীগ মানেই উন্নয়নের রাজনীতি। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই দেশে উৎপাদন শুরু হয়। উন্নয়ন হয়।’ 

আজ শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামপুর উচ্চবিদ্যালয় জনতা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করতে পারলে বাংলাদেশ উন্নয়নের সারা বিশ্বে রোল মডেল হবে। আওয়ামী লীগের শাসনামলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আর কোনো দল তা করতে পারেনি। কাজেই আওয়ামী লীগই একমাত্র জনগণের দল।’ 

ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু