হোম > সারা দেশ > জামালপুর

দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ

প্রতিনিধি

দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের রডের আঘাতে আপন বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশশারিয়া বাড়ি গুজিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্নার। এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ঢুকে মোস্তাক ও তাঁর স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আহত ফুলেরা বেগমকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা যান ফুলেরা বেগম।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর গৃহবধূর মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, হত্যা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ইসলামপুরে বিএনপিতে কোন্দল: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক শোভাযাত্রা