হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে কবরস্থানে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলা

জামালপুর প্রতিনিধি

কবর জিয়ারতের সময় জামালপুরে ওয়াহিদুল করিম খান তন্ময় নামে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার পৌর কবরস্থানে এই ঘটনা ঘটে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করেছে আহত তন্ময়ের সমর্থক ও স্বজনেরা। এ সময় তারা পৌর মেয়র ছানুর বিপক্ষে স্লোগান দেন এবং দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আহত তন্ময় বলেন, ‘শুক্রবার জুম্মার নামাজের পর পৌর কবরস্থানে আমার বাবার কবর জিয়ারত করতে যাই। জিয়ারত শেষে ফেরার সময় কবরস্থানের গেটে দেশীয় অস্ত্র নিয়ে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর ঘনিষ্ঠ আল আমিন, জনি ও রুবেলসহ ১০ থেকে ১৫ জন আমার ওপর হামলা করে। একপর্যায়ে আমি কবরস্থানের ভেতরে গেলে লোকজন ও জেলা যুবলীগের সাবেক সম্পাদক নাঈম রহমান আমাকে উদ্ধার করে। পরে আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেই।’

তিনি আরও বলেন-‘বৃহস্পতিবার রাতে শহরে মেয়র ছানুর বড় ভাই আনোয়ারের গাড়ির সঙ্গে আমার গাড়ির ধাক্কা লাগে। এরপর গাড়ির চালকের সঙ্গে আমার তর্ক হয়। সেই জেরে মেয়রের নির্দেশে ও আনোয়ার হোসেনের উপস্থিতিতে এ হামলা হয়। হামলায় আমি মাথায় আঘাত পাই। এ ছাড়া শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছি।’ 

আহত তন্ময়ের বড় ভাই রানা বলেন-‘আমার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনায় আমরা মামলা করব। আমি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে মেয়রের বড় ভাই আনোয়ার হোসেন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন-‘শুক্রবার আমি বাড়ি থেকেই বের হয় নাই। তন্ময়কে কে বা কারা মেরেছে আমি জানি না। আমার গাড়ির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটি ওই দিন রাতেই আমি তন্ময়ের সঙ্গে ফোনে কথা বলে শেষ করেছি। তন্ময়কে যদি মারতেই হয়, তাহলে আমি অন্য লোকজনকে দিয়ে কেন মারব। নিজেই তন্ময়কে শাসন করতে পারি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে বলেন-‘আমি ঘটনা সম্পর্কে জেনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু