হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ২৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৮ জন

জামালপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে ১৮ প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ কোনো প্রার্থী যদি না পান তাহলে জামানত বাজেয়াপ্ত হবে।

জামালপুর-৫ (সদর) আসনে মোট ভোটার ৫ লাখ ৪২ হাজার ৪৮০ জন। ভোট পড়েছে ২ লাখ ৯০ হাজার ৩৯৬টি। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩৬ হাজার ২৯৯ ভোটের। কিন্তু বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম ডাব প্রতীকে পেয়েছেন ৩৯৭ ভোট, জাতীয় পার্টির মো. জাকির হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট, জাতীয় পার্টির (জেপি) বাবর আলী খান বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮৮ ভোট, এনপিপির মো. রফিকুল ইসলাম আম প্রতীকে পেয়েছেন ৫৬৫ ভোট এবং বিএসপির মো. সাব্বিরুজ্জামান একতারা প্রতীকে পেয়েছেন ৭৯ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। ভোট পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৫টি। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ১৭ হাজার ৩৮৩ ভোটের। কিন্তু বিএনএফের তারিখ মাহাদী টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৫১৩ ভোট, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট, জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪০০ ভোট, জাসদের মো. গোলাম মোস্তফা জিন্নাহ মশাল প্রতীকে পেয়েছেন ৩১৬ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮১৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৯ হাজার ১১১টি। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩৬ হাজার ১৩৮ ভোটের। কিন্তু জাতীয় পার্টির মীর সামসুল আলম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট এবং জাতীয় পার্টির (জেপি) মো. নজরুল ইসলাম বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯০৭। ভোট পড়েছে ১ লাখ ১৩ হাজার ৬৩৬টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজন ছিল ১৪ হাজার ২০৪ ভোট। কিন্তু জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী মন্ডল ট্রাক প্রতীকে পেয়েছেন ৭০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট, তৃণমূল বিএনপির মো. হোসেন রেজা বাবু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১ হাজার ৪৯৯ জন। ভোট পড়েছে ২ লাখ ৪১ হাজার ১৬২টি। জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩০ হাজার ১৪৫ ভোটের। কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন গামছা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৫৯ ভোট, জাতীয় পার্টির এসএম আবু সায়েম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট, তৃণমূল বিএনপির মো. গোলাম মোস্তফা সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন এক হাজার ১১৭ ভোট। ফলে তিনজনই জামানত হারিয়েছেন।

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা