হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওই শিক্ষার্থীর নাম মো. রোহান (১৭)। সে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মো. আজিজল হকের ছেলে। 

রোহানের পরিবার বলছে, পাঁচ দিন আগে রোহান জ্বরে আক্রান্ত হয়। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে মারা গেছে রোহান।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে। 

এ পর্যন্ত পুরো জেলায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু