হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার ‘বাবাল বাহরাইন’ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন। 

নিহত ফরহাদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি সহকর্মীদের মাধ্যমে জেনেছেন বলে জানান ফরহাদের সাবেক সহকর্মী ফজলুল হক আরমান। ফজলুল হক আরমান বর্তমানে দেশে আছেন। 

ছয় বছর আগে বাহরাইনে যান ফরহাদ। সেখানে তিনি ভবন নির্মাণের কাজ করতেন বলে জানান ফজলুল হক আরমান। তিনি বলেন, ফরহাদ থাকতেন বাহরাইনের মানাম সিটিতে। গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার সময় তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফরহাদ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাহরাইনের মানামা সালমানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফরহাদের লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। 

ফরহাদের মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। ফরহাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রকিবুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক শাহিদ রানা।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু