হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘এমপি হোসনে আরা রাজনৈতিক প্রতিবন্ধী’ 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘খুনি’ বলায় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরাকে ‘রাজনৈতিক প্রতিবন্ধী’ আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান। 

এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামের গাজীর বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘খুনি’ বলে আখ্যা দেন। 

এ নিয়ে ‘জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর “খুনি” বললেন এমপি হোসনে আরা’ শিরোনামে একটি খবর রাতে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপির নেতা সুলতান মাহমুদ বাবু। 

পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘এমপি হোসনে আরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্গার করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ‘রাজনৈতিক প্রতিবন্ধী’ না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পরতে পরতে জিয়াউর রহমানের অবদান রয়েছে। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই ইতিমধ্যে ‘খুনির দল’ হিসেবে পরিচিতি লাভ করেছে। সে কারণেই জনগণ তাদের ভোট দেয় না।’

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি ফেরাতে একশ্রেণির রাজনৈতিক প্রতিবন্ধী আওয়ামী নেতারা গণমানুষের দল বিএনপির বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। জনগণকে তাদের দলে ভেড়াতে মনগড়া তথ্য উপস্থাপন করে যাচ্ছে। তাদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলায় হয়রানি করছে।’ 

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু