হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে চলছে পাঁচ দিনের শ্বশুরমেলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে জামাই-বাড়িতে চলছে পাঁচ দিনব্যাপী ‘শ্বশুরমেলা’। মেলা ঘিরে এলাকায় যেন উৎসবের আমেজ। গত মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। উপজেলার তেঘরিয়া জয় বাংলা বাজারের পাশে একটি মাঠে এই মেলা বসেছে।

শ্বশুরমেলায় ১০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, কসমেটিকস, জুতা ও চামড়াজাত পণ্য, স্পোর্টস আইটেম, খেলনা, স্টেশনারি, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন পণ্য।

মেলায় ঘুরতে আসা জেরিন তাসলিম আশা বলেন, ‘মেলায় ঘুরতে এসেছি, মেলায় ঘুরে খুব ভালো লাগল। কিছুটা কেনাকাটা করলাম। আর কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে যাব।’

আবুল কালাম নামের একজন বলেন, ‘মেয়ে-জামাই দাওয়াত করে এনেছে। জামাইবাড়িতে মেয়ে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছে। নাতিদের সঙ্গে নিয়ে মেলায় ঘুরতে এসেছি। নাতিদের নাগরদোলা ও ট্রেনে উঠিয়েছিলাম।’

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, শ্বশুরমেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শীতকালে জামাইদের শুধু শ্বশুরবাড়ি না গিয়ে শ্বশুর-শাশুড়িকে দাওয়াত করে তাঁর বাড়িতে আনা। নানা-নানি তাঁদের নাতিদের নিয়ে মেলায় ঘুরে বেড়াবেন, আনন্দ করবেন।’

শ্বশুরমেলার আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এবার প্রথমবারের মতো শ্বশুরমেলার আয়োজন করা হয়েছে। এলাকায় এই সময়টায় প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন করা হয়। এবার জামাইয়ের শ্বশুরবাড়িতে না গিয়ে শ্বশুরদের জামাইবাড়িতে দাওয়াত করা হয়েছে। তাই শীতকালীন মেলার পরিবর্তে শ্বশুরমেলা নাম দিয়েছি।’

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা