হোম > সারা দেশ > ময়মনসিংহ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে ইসলামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম সোবাহান সোহান নাজমুল। আজ শনিবার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোবাহান সোহান নাজমুল ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সোবাহান সোহান নাজমুল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে বহিষ্কার করা হয়নি। আমি ফেসবুকে কারও বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করিনি। যেটা বাস্তব, সেটাই ফেসবুকে লিখেছি। মূলত সত্য জানার জন্যই ফেসবুকে ওই মন্তব্য করেছি। এটা আমার দোষের কিছু দেখছি না। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। তবে বহিষ্কার বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক হয়ে দলের কাজ করে যাব।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও তাঁর পরিবারকে ইঙ্গিত করে তাঁদের অতীত রাজনীতি নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন সোবাহান সোহান নাজমুল। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাজমুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা