হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমার গলা চিপ দিয়ে জিব্যা বাইর কইরা ফালাইছিল, ছেলের বিরুদ্ধে বৃদ্ধার অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ছেলে ও তাঁর বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন এক বৃদ্ধা। তাঁকে এবং তাঁর প্রতিবন্ধী মেয়েকে মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আজ বৃহস্পতিবার মেলান্দহ থানায় অভিযোগ করেন ৭০ বছর বয়সী বৃদ্ধা পিয়ারা বেগম। তিনি উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া সূর্যনগর এলাকার মৃত সালাম আকন্দের স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ছেলে শাহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী পারভীন আক্তার। 

ভুক্তভোগী পিয়ারা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে মানুষের বাড়ি থাইকা কাজ করে বাড়িতে আইছি, এর মধ্যেই আমাকে যাই বাজাই গালিগালাজ শুরু করে ছেলে আর তাঁর বউ। আবার প্রতিবন্ধী মেয়েডা বলছে, গালাগালি না করতে। এ কথার পরেই মেয়েরে ঘুষি মাইরা চুল টানাটানি শুরু করছে আমার ছেলের বউ। আমি গেছি, আমার গলা চিপ দিয়ে জিব্যা (জিহবা) বাইর কইরা ফালাইছিল আমার ছেলে।’ 

তিনি আরও বলেন, ‘কোনো কিছু হইলেই খালি খালি আমারে আর মাইয়াডারে ধইরা মারে। আগেও ১০-১২ দিন বার মারছে, তাও থানায় আহি নাই। আইজ পায় হাইটা অনেকক্ষণে আইছি। জীবনে থানাও চিনি না, আজ আইছি প্রথম। আমারে আর প্রতিবন্ধী মাইয়ারে কিছুদিন পরে পরেই ঘর থেইকা বাইর করে দিয়া ঘরে তালা মারে।’ 

স্থানীয়রা বলছে, পিয়ারা বেগমের স্বামী সালাম আকন্দ ১৯৮৮ সালে অসুস্থ হয়ে মারা যান। তাঁর এক ছেলে শাহিদুল ও দুই মেয়ে শাহানা ও প্রতিবন্ধী মেয়ে বুলবুলি। স্বামীর মৃত্যুর পর থেকে পিয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করেছেন। মেয়ে শাহানাকে বিয়ে দিয়েছেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তাঁর ছোট মেয়ে বুলবুলির এখনো বিয়ে হয়নি। 

এ বিষয়ে বুলবুল নামে সূর্যনগর এলাকার এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো সামান্য বিষয়েও প্রতিবন্ধী বোন ও মাকে মারধর করে এবং নির্যাতন করে শাহিদুল। ছেলেটাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন পিয়ারা। ছেলে তাঁর মাকে অনেক আগে থেকেই কোনো খরচ দেয় না। আমরা এলাকার লোকজন এ বিষয়ে সমাধান করতে বসেছিলাম তবুও তাঁর ছেলে কোনো কিছুই মানে না।’ 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, পিয়ারা বেগম নামে এক বৃদ্ধা ছেলে ও তাঁর বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা