হোম > সারা দেশ > ময়মনসিংহ

মোবাইল রাখার দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার, অব্যাহতি ৬ শিক্ষকের 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ছয় পর্যবেক্ষককে (কক্ষ পরিদর্শক) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আজ রোববার উপজেলার গোয়ালেরচর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো–উপজেলার মহলগিরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সোলাইমান, একই বিদ্যালয়ের সাকরাম হোসেন, গোলেরচর ফারাজিপাড়া উচ্চবিদ্যালয়ের স্বাধীন মিয়া, কুমিরহদ উচ্চবিদ্যালয় পারভেজ মিয়া ও সুমন মিয়া। 

কক্ষ পর্যবেক্ষকেরা (পরিদর্শক) হলেন–চরমহলগিরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসান মিয়া, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, কুমিরদহ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. বিউটি খাতুন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার, গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শামীমা আক্তার সীমা এবং একই বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক শিক্ষক মোছা. কমলা আক্তার। 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব কক্ষ থেকে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, সেসব কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শোকজ করতে কেন্দ্রসচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে মহলগিরী উচ্চবিদ্যালয়, গোলেরচর ফারাজিপাড়া উচ্চবিদ্যালয়, কুমিরহদ উচ্চবিদ্যালয়, সভারচর উচ্চবিদ্যালয়, গোয়ালেরচর উচ্চবিদ্যালয়সহ চরমহলগিরী উচ্চবিদ্যালয়ের ৪৩৭ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ (রোববার) এসএসসি গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাই-বাছাইয়ের পর পরীক্ষাকেন্দ্রে সঙ্গে মোবাইল ফোন রাখায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক মো. আব্দুর রেজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রটি পরিদর্শন করে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করতে ইউএনও স্যার আমাকে নির্দেশনা দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার দায়ে ছয় শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের শোকজ করা হয়েছে।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু