হোম > সারা দেশ > ময়মনসিংহ

নির্বাচনের আগের রাতে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট, হতাশ প্রার্থী ও সমর্থকেরা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সোমবার ষষ্ঠ ধাপে জানুয়ারি উপজেলার পার রাম রামপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হওয়ার কথা থাকলেও গতকাল রোববার রাতে নির্বাচন স্থগিত করে একটি গণ বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা নির্বাচন অফিসার। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে দেওয়া গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ সোমবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলার পার রাম রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করে ৩০ জানুয়ারি রোববার এক আদেশ জারি করেন হাইকোর্ট। সে অনুযায়ী ৩১ জানুয়ারি সোমবারের পার রাম রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে এই গণ বিজ্ঞাপ্তি জারি করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘পার রাম রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রত্যেক কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জামাদিও পাঠানো হয়েছিল। নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কেন্দ্রে পৌঁছেছিল। ভোটগ্রহণ কর্মকর্তারাও সবাই প্রস্তুত ছিল। কিন্তু রোববার উক্ত নির্বাচন স্থগিত করে হাইকোর্ট একটি আদেশ জারি করেন। সেই আদেশের কপি রোববার রাতে আমার কাছে এসে পৌঁছালে হাইকোর্টের আদেশ অনুসরণ করে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা আজকের পত্রিকা কে বলেন, ‘হাইকোর্টের নির্দেশে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে ওই ইউপিতে নির্বাচনের আয়োজন করা হবে।’ 

এদিকে ভোটের আগের রাতে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওই অঞ্চলের সাধারণ ভোটার ও প্রার্থীরা। 

এ বিষয়ে পার রাম রামপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী জে কে সেলিম আজকের পত্রিকা কে বলেন, ‘নির্বাচনের আগের দিন নির্বাচন স্থগিত করার বিষয়টি সত্যিই অনেক কষ্টের। কষ্টের হলেও হাইকোর্টের আদেশ মেনে নিতে হবে। তিনি বলেও, তফসিল ঘোষণার হওয়ার পর প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রতিদিন প্রচার প্রচারণা চালিয়েছি। ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। ভোটারদের যথেষ্ট সারা পেয়েছি। ৩১ তারিখ নির্বাচন হলে আমি জিততাম। ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত হওয়ার খবরটি শুনে আমিসহ আমার কর্মী সমর্থকরাও হতাশ হয়েছি।’ তিনি সকল সমস্যা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। 

এ নিয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরীফ আকন্দ বলেন, ‘ভোটের আগের রাতে নির্বাচন স্থগিতের খবরটি শুনে হতাশ হয়েছি। পরের দিন ভোট হবে এ নিয়ে এলাকার মানুষের মাঝে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল কিন্তু রোববার রাতে নির্বাচন স্থগিত হওয়ার খবরে নিমেষেই নীরবতা নেমে আসে।’ 

এ নিয়ে পার রাম রামপুর ইউনিয়নের বানিপাড়ার বাসিন্দা ভোটার নাজমুল হাসান বলেন, ‘আমি রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করি। নির্বাচনে ভোট দিতে ছুটি নিয়ে বাড়িতে এসেছি কিন্তু ভোটের আগের রাতে জানতে পারি নির্বাচন স্থগিত করা হয়েছে।’ ভোটের আগের রাতে নির্বাচন স্থগিতের এই খবরের জন্য প্রস্তুত ছিলেন না তিনি বলে জানান নাজমুল।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু