হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি দেওয়ায় মামলা, দলিল লেখক গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অনৈতিক সুবিধা দিতে রাজি না হওয়ায় সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামিমকে খাস কামরায় ঢুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া, সাবেক সভাপতি আলী হাসান খোকা, দলিল লেখক শহিদুল্লাহসহ ২২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাব-রেজিস্ট্রার।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ইলিয়াছ আলী নামে এক দলিল লেখককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৭ মার্চ) বেলা ৩টায় রেহেনা বেগম নামে এক নারী তাঁর বোন রুবিনা বেগমের নামে হেবা দান দলিল করতে যান সাব-রেজিস্ট্রার কার্যালয়ে। তাঁদের পক্ষে শহিদুল্লাহ নামে এক দলিল লেখক সাব-রেজিস্ট্রারের কাছে হেবা দান দলিলটি উপস্থাপন করেন। সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মো. তামিম শুনানিকালে হেবা দান দলিল বাবদ কোনো টাকা পেয়েছেন কি না, জানতে চাইলে দাতা জমির টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ সময় সাব-রেজিস্ট্রার দলিল লেখক শহিদুল্লাহর উদ্দেশে বলেন, হেবা দান করতেও যখন দাতা-গ্রহীতার মধ্যে টাকা লেনদেন হয়েছে, সে কারণে এটা সাবকবলা করলে সরকার বড় ধরনের রাজস্ব পাবে। রাজস্ব আদায়ের কথা বলায় শহিদুল্লাহ সাবেক দলিল লেখক সমিতির সভাপতি আলী হাসান খোকাকে এজলাসে ডেকে আনেন। তিনিও দলিলটি সম্পাদনটি করতে সাব-রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করেন। সাব-রেজিস্ট্রার আবারও সরকারের রাজস্বের বিষয়টি বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আলী হাসান খোকা।

এ সময় তিনি বাইরে গিয়ে আরও ১৫-২০ জন দলিল লেখকে ডেকে সাব-রেজিস্ট্রারের খাস কামরায় ঢুকে দলিল, অবিকল নকল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং সাব-রেজিস্ট্রারের খাস কামরায় অবরুদ্ধ করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ সাব-রেজিস্ট্রার তামিমকে উদ্ধার করেন।

সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম বলেন, ‘আমি গত দুই মাস বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সম্প্রতি আবার কাজে যোগদান করে জানতে পারি, তিনটি বালামে কাটাছেঁড়া ও ঘষামাজা করে জমির পরিমাণ জালিয়াতি করা হয়েছে। এই জালিয়াতিতে ফিরোজ মিয়া নামে একজন দলিল লেখকের নাম তদন্তে আসে। জালিয়াত চক্রের বিরুদ্ধে আমি অবস্থান নেওয়ায় দলিল লেখকেরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। পরিকল্পিতভাবে কয়েকজন দলিল লেখক আমার খাস কামরায় আমার সঙ্গে অসদাচরণ করেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেন। সেই সঙ্গে আমাকে হত্যার হুমকি দেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি নিজের নিরাপত্তার জন্য থানা-পুলিশের দ্বারস্থ হয়ে আইনি প্রতিকার চেয়েছি।’

এ ব্যাপারে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করে থানা-পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। মূলত আমরা সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করেছি।’

এ বিষয়ে জানতে দলিল লেখক আলী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘সাব-রেজিস্ট্রার তামিম সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা এক দলিল লেখককে গ্রেপ্তার করেছি। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা