হবিগঞ্জের মাধবপুরে মোবাইল বিক্রির টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ রোববার (৩০ নভেম্বর) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্ল্যা। তিনি জানান, নোয়াপাড়া বাজারে একটি মোবাইল বিক্রির টাকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইটাখোলা ও ব্যাঙাডোবা গ্রামের দুই যুবকের মধ্যে মোবাইল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে নোয়াপাড়া বাজারে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে ইটাখোলা ও ব্যাঙাডোবা গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে সংঘর্ষ। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তাঁদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।