হোম > সারা দেশ > হবিগঞ্জ

ব্রি-৮৯ ধানে বিঘায় ফলন ২৮ মণ

প্রতিনিধি

হবিগঞ্জ: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি-৮৯ জাতের ধান প্রতি বিঘায় (৩৩ শতক) ২৮ মণ ফলন পাওয়া গেছে। হবিগঞ্জের বাহুবলে মাঠ দিবসে কৃষকদের চাষকৃত ব্রি-৮৯ কর্তন ও মাড়াই করে সবার উপস্থিতিতে পরিমাপ করা হয়। সোমবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর হাওরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক, বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বাহুবল উপজেলা কৃষি অফিসার আব্দুল আওয়াল, এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট-এর সহযোগিতায় এসেড হবিগঞ্জের বাস্তবায়িত ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটিভ এগ্রিকালচার ইন হাওর এরিয়া প্রকল্প-এর আওতায় বাহুবল উপজেলার মিরপুর ও স্নানঘাট ইউনিয়নের কৃষকের মাঝে ব্রি-৮৮, ব্রি-৮৯, ব্রি-৯২, ব্রি হাইব্রিড-২ ও ব্রি হাইব্রিড-৩ জাতের বীজ চলতি বোরো মৌসুমে বিতরণ করা হয়েছিল।

মাঠ দিবসে কৃষকদের সামনে বাহুবল উপজেলার উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল বলেন, কৃষকরা বাজার থেকে ৪শ টাকা মূল্যের (২ কেজি) হাইব্রিড ধানের বীজ কিনে চাষ করেন। অথচ ব্রি উদ্ভাবিত অনেক জাত বাজার থেকে কেনা হাইব্রিড জাতের সমান ফলন দেয়। ওই জাতগুলোর বীজ কৃষকরা নিজেই রাখতে পারে। এতে কৃষকের বীজ কেনার দায় কমে যায়।

এসময় এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী বলেন, হবিগঞ্জের বেশিরভাগ কৃষক সারাবছরে একটি মাত্র ফসল হিসেবে শুধু বোরো চাষ করে। তাও আবার বাজার থেকে কেনা হাইব্রিড ধান চাষে কৃষকরা বেশি আগ্রহী। ব্রি উদ্ভাবিত স্বল্প ও মধ্যম জীবনকালের অনেক জাত রয়েছে যেগুলো চাষ করলে কৃষকের ব্যয় হ্রাস পাবে। তুলনামূলক বেশি ফসল পাওয়া যাবে এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে। কৃষকদের এই বিষয়টি গুরুত্ব দিয়ে ব্রি জাতের ধান চাষে মনোযোগী হতে হবে।

ব্রির হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ব্রি ৮৯ জাতের ধান অধিক ফলনসীল প্রমাণিত হয়েছে। এতে কৃষকের ধানচাষে ব্যয় কমবে, আয় বাড়বে। কৃষকরা বেশি বেশি করে এ জাতের ধান চাষ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত