হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছেন দম্পতি। আজ শনিবার ভোরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মৃতরা হলেন, আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সিউল্যার ছেলে আবুল মিয়া (৮০) এবং তাঁর স্ত্রী অযিতননেছা (৫৫)।

প্রতিবেশীরা জানান, নিজেদের জায়গা–জমি না থাকায় ২০ বছর ধরে গ্রামের মাসুক মিয়া নামে এক বাসিন্দার জায়গায় ঘর বানিয়ে থাকতেন ওই দম্পতি। তাদের কোনো সন্তান ছিল না।

গতকাল শুক্রবার বিকেলে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও তাঁর স্ত্রী। এ সময় ঘরের সামনের আম গাছ থেকে ভিমরুলের একটি বাসা ভেঙে পড়ে তাঁদের দরজার সামনে। সঙ্গে সঙ্গে ভিমরুলের ঝাঁক আবুল মিয়ার ঘরে প্রবেশ করে দুজনকে কামড়াতে থাকে। 

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোরে তাঁদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মনির হোসাইন বলেন, বহু ভিমরুলের কামড়ে তাঁদের শরীরে প্রচুর বিষক্রিয়ার সৃষ্টি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যাওয়ার ছাড়পত্র দিই। কিন্তু তাঁরা যেতে চাননি। শেষ রাতের দিকে দুইজনই মারা যান। 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত