হোম > সারা দেশ > হবিগঞ্জ

‘প্রেমিকের’ সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে হবিগঞ্জে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে চারজনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। 

ধর্ষণের শিকার ওই তরুণী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। 

ভুক্তভোগী তরুণী জানান, প্রায় ৯ মাস আগে মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার মুদিমালের দোকানদার সাগর মিয়ার (২৫) সঙ্গে। ফোনে পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্প্রতি তিনি সাগর মিয়ার সঙ্গে দেখা করতে হবিগঞ্জে যান। পরে তাঁকে অলিপুর এলাকার একটি রুমে আটকে রেখে এবং শাহজীবাজার রাবার বাগানে দুই সহযোগীকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান সাগর। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ‘গণধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজেই মামলাটি দায়ের করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’ 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত