হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোনো দেশ থেকে সাহায্য নিতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি: প্রাণিসম্পদ মন্ত্রী 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘পৃথিবীর কোনো দেশ থেকে সাহায্য নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন, সেটা তাঁর বিষয়। এটা কোনোভাবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বক্তব্য নয়।’

আজ শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জয়বাংলা পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে স্বদেশনির্ভর দল। আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি ও ক্ষমতা এ দেশের মানুষ। আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ। 

বিএনপির উদ্দেশে শ ম রেজাউল করিম বলেন, যারা বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা চায়, তারা বিভিন্ন সময়ে আমেরিকাসহ অন্যান্য দেশ ও বিশ্বব্যাংকে ধরনা দিয়েছেয়। তারা মূলত নালিশি পার্টি।

এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জয় বাংলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ