হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর যানবাহন দুটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়।

রোমান মোল্লা আরও বলেন, গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশের রেকার দিয়ে সড়কের ওপর থেকে যানবাহন দুটি সরিয়ে নিলে দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন