হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মাকে দেখা হলো না, স্ত্রী-সন্তানসহ মারা গেলেন চিকিৎসক

গোপালগঞ্জ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে এখন পর্যন্ত মোট আট জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহাসহ তাঁর স্ত্রী ও ছেলে।

জানা গেছে, অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তানসহ প্রাইভেট কারে করে বাড়ি যাচ্ছিলেন ডা. বাসুদেব সাহা। কিন্তু বাড়ি থেকে কয়েক কিলোমিটার আগে বাসের সঙ্গে তাঁদের প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা ডা. বাসুদেব, তাঁর স্ত্রীর ও ছেলে মারা যান। তবে পরিবারের সঙ্গে গোপালগঞ্জে না যাওয়ায় ডা. বাসুদেবের একমাত্র কন্যা বেঁচে গেছেন।

বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানিতে দুর্ঘটনায় পড়ে তাঁদের প্রাইভেট কার। এতে বাড়িতে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।

ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত