হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২) ও শাওন সাহা (১৭)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন