হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছে।

নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

আহতরা হলেন আলাউদ্দিন কাজী (৫৫), শান্তা সাহা (১২) ও শাওন সাহা (১৭)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মনোজ কুমার বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই অংকন বিশ্বাস মারা যান। এ সময় আরও পাঁচজন আহত হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। 

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি