হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল ধ্বংস

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খাল বিলে অবৈধ চায়না জাল ফেলে রেখে দেশি প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এ ছাড়া এই জালে মাছের সঙ্গে আটকা পড়ে খাল বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন