হোম > সারা দেশ > গোপালগঞ্জ

স্বতন্ত্রদের নিয়ে বিরোধী মোর্চা গঠন করতে চান এ কে আজাদ

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

‘সংসদে ৬২ জনকে যদি মোর্চার সুযোগ দেওয়া হয়, তাহলে বিরোধী দলের ১১ জনের চেয়ে ভালো ভূমিকা রাখতে পারব’, এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ। 

আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। 

সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘এই প্রথম ৬২টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি। আমরা সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন শাখার দায়িত্বে আছি। দল থেকে (আওয়ামী লীগ) যখন আহ্বান করা হয়েছে, আওয়ামী লীগের লোক স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে দলের কোনো আপত্তি থাকবে না। সেই আহ্বানে আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। 

‘আমাদের (স্বতন্ত্র) ৬২ জনকে যেন একটা মোর্চা করার সুযোগ দেওয়া হয়, আমরা সবাই মিলে স্পিকারের কাছে সেই আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, উন্নয়ন ও ঘাটতি তুলে ধরব। আমি মনে করি, বিরোধী দলের যে ১১ জন আছেন, তাঁদের চেয়ে সংসদে ভালো ভূমিকা রাখতে পারব।’ 

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শোষণহীন সমাজ ও সোনার বাংলা প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। সর্বোপরি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’ 

আজাদ বলেন, ‘ফরিদপুর-৩ আসনের মানুষের কাছে আমার প্রতিশ্রুতি হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি করা। যেসব বেকার যুবক ছেলে-মেয়ে আছে, তাদের কর্মসংস্থান বাড়ানো। পাশাপাশি যেসব চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস আছে, সেগুলো থেকে ফরিদপুরবাসীকে রেহাই দেওয়া। পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সে ব্যাপারে প্রচেষ্টা নেব।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমি ফরিদপুরে একটা শিল্পপার্ক গড়ে তুলব। ভোলার থেকে আমাদের যে গ্যাস আসবে, সেটা পাইপলাইনের মাধ্যমে ঢাকা সরবরাহ করা সম্ভব নয়। সে কারণে এলপিজির মাধ্যমে ফরিদপুরে আমরা গ্যাস নিয়ে আসব। তাতে করে এখানে শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এই ২১টি জেলার মানুষের চাকরির জন্য আর ঢাকা যেতে হবে না। ছেলে-মেয়েরা পাস করার পর ফরিদপুরেই চাকরি পাবে।’ 

এর আগে বেলা ৩টায় নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। 

 এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক বেলাল হোসেনসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন