হোম > সারা দেশ > গোপালগঞ্জ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত চিকিৎসকের আইসিইউতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক তপন কুমার মণ্ডল (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। 

গত শনিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। 

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন। 

তিনি বলেন, হাসপাতালের আইসিইউতে রাত পৌনে ৯টার দিকে তপন কুমার মণ্ডল মারা যান। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। তিনি আইসিইউতে ছিলেন। 

নিহত চিকিৎসকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে। বাবার নাম গৌড় দাস মণ্ডল। ওই চিকিৎসক গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল রাজধানীর বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট। এক মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে থাকেন। গোপালগঞ্জ থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকায় আসছিলেন তপন কুমার। পথে দুর্ঘটনার শিকার হন। 

এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। পরে গোপালগঞ্জ সহকারী অধ্যাপক পদে যোগ দেন। 

গোপালগঞ্জ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম বলেন, কাশিয়ানী গেরাখোলা এলাকায় ওই চিকিৎসকের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত