হোম > সারা দেশ > গোপালগঞ্জ

জঙ্গিবাদ শুরু হয় জোট সরকারের আমলে: র‍্যাব মহাপরিচালক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ মূলত শুরু হয়েছিল ২০০৫ সালে জোট সরকারের আমলে। আত্রাই-নওগাঁ থেকে সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অনেক জঙ্গি নির্মূল হয়েছে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নয়, এতে সামাজিক আন্দোলনেরও ভূমিকা রয়েছে।’

খুরশীদ আরও বলেন, ‘আগে দেশে জঙ্গিবাদের যে অবস্থা হয়েছিল, সেটা র‍্যাবই নির্মূল করেছে। সর্বশেষ পার্বত্য অঞ্চলে যে অবস্থা হয়েছিল, সেটা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন। 

র‍্যাব মানবাধিকার সমুন্নত রেখে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন খুরশীদ। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবোধক চিহ্ন তুলেছিল। তারা যে সমস্ত বিষয় জানতে চেয়েছে, আমরা যথাযথভাবে সমস্ত প্রশ্নের প্রয়োজনীয় কাগজপত্রসহ জবাব দিয়েছি। সেটা তারা পর্যালোচনা করছে।’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে র‍্যাব মহাপরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় র‍্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী সভাপতি শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলিসহ র‍্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন