হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেকেন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তাঁর বাড়ি থেকে কোটালীপাড়া থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। 

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

গ্রেপ্তারকৃত সেকেন মোল্লা বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। 

কোটালীপাড়া থানার এসআই মো. রাজ্জাক হোসেন খান বলেন, ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ির পাশের খালপাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যান। আজ ওই স্কুলছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির