হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চোর সন্দেহে স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। তবে পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোররাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহত যুবকের নাম ফয়সাল শেখ (২৬)। তিনি পার্শ্ববর্তী বেদগ্রাম এলাকার শরিফুল শেখের ছেলে। বেদগ্রাম বাসস্ট্যান্ড এলাকার একজন চায়ের দোকানি ছিলেন ফয়সাল। 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, রাত সাড়ে ৪টার দিকে গোলাবাড়িয়া এলাকায় এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ফয়সাল নামের ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ভোরে চোর সন্দেহে ফয়সালকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এদিকে ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তার মা পান্না বেগম বলেন, ‘মোবাইল ফোনে কল এলে রাত ৮টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত ১০টায় তার সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। তখন সে জানায় কিছুক্ষণ পরে আসবে। কিন্তু আর আসেনি। আমার ছেলেকে ডেকে নিয়ে মেরে ফেলা হয়েছে।’

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ