হোম > সারা দেশ > গোপালগঞ্জ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শিবচর এক্সপ্রেসওয়েতে নেতা-কর্মীরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের দুই পাশে দলীয় নেতা–কর্মীসহ হাজার হাজার সমর্থক দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিবাদন জানান।

এ সময় কয়েক হাজার নেতা-কর্মীরা সকাল থেকেই মহাসড়কের শিবচরের পাঁচ্চরের গোলচত্বরসহ কয়েকটি জায়গায় অবস্থান নেয়। প্রধানমন্ত্রী শিবচর অতিক্রম করার সময় দলীয় নেতা-কর্মীসহ হাজার হাজার সমর্থক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত ও অভিবাদন জানান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, ‘সকালে প্রধানমন্ত্রী সড়ক পথে টুঙ্গিপাড়া গিয়েছেন। আমরা শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছি। অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকেরা এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন।’

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০