গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে হাফিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফিজা বেগম গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকার ছবেদ আলীর স্ত্রী।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এবিষয়ে বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই গৃহবধূ গতকাল শনিবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরিক্ষা শেষে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে আজ সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিভিল সার্জন আরো বলেন, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩ হাজার ৩৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন, মোট ৩৬ জন এবং মুকসুদপুরে ১ জন করোনা শনাক্ত হওয়ায় আত্মহত্যা করেছেন।