হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জন গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৃদ্ধকে হত্যা চেষ্টার মামলায় ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

গ্রেপ্তার ব্যবসায়ী উজ্জ্বল দাস (৩২) পৌরসভার ডহরপাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাসের (৬০) একমাত্র ছেলে। গ্রেপ্তার অন্যরা হলেন পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭), একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫) ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী বিমল দাস হত্যা চেষ্টার ঘটনায় তাঁর ভাই কালা চাঁদ দাস (৪৩) বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা ইতিমধ্যে এই মামলার প্রধান আসামি উজ্জ্বল দাসসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, ‘আমার ভাই বিমল দাস ব্যবসায়িক প্রয়োজনে কিছু জায়গা বিক্রির উদ্যোগ নেন। এই জমি বিক্রির কথা শুনে ছেলে উজ্জ্বল দাস তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী বিমল দাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি তিন দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি ছিলাম। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা নেই। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।’

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি