হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শেখ জাবেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি মো. জোবায়ের হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সহসভাপতি বুলবুল আলম বুলু, নির্বাহী সদস্য ও জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা নিতীশ চন্দ্র বিশ্বাস।

দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি দুলাল বিশ্বাস সবুজের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, আরটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী, এশিয়ান এইজের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মানিক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান টিপু, সিএনএন বাংলা এ জেড আমিনুজ্জামান রিপন, সেবামূলক সংগঠন ‘আমরা সবাই পরের তরের’ সাধারণ সম্পাদক মো. আল ইমরান সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। পরে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা