হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় বাইসাইকেল পেল ৪২ জন গ্রাম পুলিশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

যেকোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশের ভূমিকা অপরিহার্য। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে বেশির ভাগ সময় প্রত্যন্ত এলাকায় হেঁটে হেঁটে কাজ করতে হয়। এতে সময় লাগে বেশি বিড়ম্বনাও বাড়ে। এ জন্য টুঙ্গিপাড়ার ৪২ জন গ্রাম পুলিশকে দেওয়া হয়েছে বাইসাইকেল।  

গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজয় রেস্ট হাউসে উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রাম পুলিশের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা  প্রশাসক মো. ইকবাল হোসেন এই বাইসাইকেল বিতরণ করেন।  একই সঙ্গে তাঁদের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ ছাড়া অসচ্ছল ও কর্মহীন ১০ জন গায়ক, যন্ত্রী ও যাত্রাশিল্পীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে যৌন হয়রানি ও বাল্যবিবাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়াসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে দেখা যায়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশের কাজ আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা, কুশলী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন