গোপালগঞ্জে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা মোল্লা (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার রাতে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রানা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দীন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের বদু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রানা মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দুই বছর আগে রানা মোল্লা ও তাঁর লোকজন বদু সরদারকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে ৩ লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
ওসি বলেন, ‘আজ (রোববার) রাতে রানা মোল্লা ও তাঁর কয়েকজন বন্ধু মিলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় দই খেতে যায়। সেখান থেকে বাড়ির দিকে ফেরার পথে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে পৌঁছালে বদু সরদার ও তাঁর ১৫ থেকে ১৬ জন সমর্থক রানা মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।’